সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৩ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, মে ২৪, ২০২৩ ছবি: আজমির হোসেন আকাশ(১৮) ও অঙ্কুর(১৭)। ছবিগুলো ফেসবুক থেকে নেওয়া। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(২১ মে) রাত্র সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পাটকেলঘাটা পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজমির হোসেন আকাশ(১৮) ও অপরজন পাটকেলঘাটা সদরের কাড়ীবাড়ী এলাকার ফার্মেসী ব্যবসায়ী নিমাই সরকারের পুত্র অঙ্কুর(১৭)। নিহত দুইজনই পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে আকাশ ও অঙ্কুর সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে ফিরছিলো। পথিমধ্যে বিনেরপোতা নামক স্থানে পৌছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন রাস্তার উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত আকাশের পিতা রফিকুল ইসলাম জানান, আকাশ ও অংকুর তারা বন্ধু ছিলো। দুজনই এবছর এসএসসি পরিক্ষা দিচ্ছে। সন্ধ্যায় তারা মোটর সাইকেল চালিয়ে সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি পড়া হয়েছে ১১৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫ পাটকেলঘাটায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: মা ও নবজাতকের প্রানহানী