সাতক্ষীরায় নিজ পুত্রবুধকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ৫, ২০২৩ | আপডেট: ১২:৫৭:অপরাহ্ণ, মে ৫, ২০২৩ সাতক্ষীরা কলারোয়ায় নিজের পুত্রবধুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী(৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত ধর্ষক মামলার প্রধান আসমী এরশাদ গাজী সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা। শুক্রবার সকালে সাতক্ষীরা র্যাব-৬ এর কম্পানি কমান্ডা মেজর জেএম গালিব হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রেসরিলিজে বলা হয়, ২ মে সকালে আসামী এরশাদ গাজী তার পুত্রবধুর নিজ ঘরে একা থাকার সুযোগে প্রবেশ করে ঘরের দরজা আটকে দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে একই তারিখ সাতক্ষীরার কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এঘটনার পর থেকেই র্যাব-৬ সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। আসামী এরশাদ গাজী যশোর সদর উপজেলার নতুন খয়ের তলা এলাকায় আত্মগোপন করে আছে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আসামীকে গ্রেফতা করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এরশাদ গাজীকে কলারোয়া থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান হয়। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ভারতে পাচারকালে চারটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক কলারোয়ায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত