সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, মে ৩, ২০২৩ সাতক্ষীরায় মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে আইসক্রিম তৈরি করার অপরাধে হাসান আলী আইসক্রিম কারখানাকে ৫০ হাজার ও জননী আইসক্রীম গ্যালরীর মালিককে ১০ হাজারসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকারক রং ও ফ্লেভার জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে সাতক্ষীরা মুনজিতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, ক্যাবের স্বেচ্ছা সেবক সাকিবুর রহমান বাবলা এবং আইন শৃঙ্খলাবাহীনির সদস্যরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, বুধবার মুনজিতপুর এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসান আলী আইসক্রিম কারখানা নামক একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় তারা নিজের নামে কোনো আইসক্রিম বা আইসবার রোবট প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করছে এবং উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেভার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। এ ঘটনায় অভিযান চলাকালিন সময় ঘটনা স্থল থেকে বিপুল পরিমাণ পরিচিত ও অপিরিচিত ব্রান্ডের ১০ বস্তা রোবট ও আইসক্রিম এবং বিভিন্ন নামের পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। একই সময় মুনজিতপুর জননী আইসক্রীম গ্যালারীতে অভিযান পরিচালনা করে আইসক্রীম তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর আইন ২০১৩ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪২ ধারা ভঙ্গ করার অপরাধে হাসান আলীকে ৫০ হাজার ও টাকা জরিমানা করা হয়। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত