পাটকেলঘাটায় বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, মে ৩, ২০২৩ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুরে বজ্রপাতে জয়ন্তী ধর(৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার(৩ মে) বিকালে মির্জাপুরের পূর্বপাড়ার মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধু মির্জাপুর গ্রামের দিলীপ ধরের স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। নিহতের নিকট আত্মীয় মুকুন্দ ধর জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মির্জাপুরের পূর্বপাড়ার বিলে বৃষ্টির মধ্যে মাঠ থেকে ধান তুলছিল জয়ন্তী । ওই সময় হঠাৎ তার পাশে বজ্রপাত হলে তিনি গুরত্বর আহত হন। পরবর্তীতে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু