কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: পিতা-পুত্র সহ নিহত ৩ প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২, ২০২৩ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, মে ২, ২০২৩ যশোরের কেশবপুরে সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-ছেলেসহ ৩ জন আরোহী মারা যান। ঘটনাটি ঘটেছে যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল বুজতলা নামক স্থানে। কেশবপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল বুজতলা নামক স্থানে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর জোয়ারর্দার ও তাঁর ছেলে মুস্তাইন হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ সময় গোলাম মোস্তফা জীবিত থাকায় তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থলে মারা যান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতা গ্রামের জাহাঙ্গীর জোয়ারর্দার, তাঁর ছেলে মোঃ মুস্তাইন হোসেন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান একই গ্রামের আবদুস সাত্তারের গোলাম মোস্তফা। স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাইন হোসেন তার পিতা জাহাঙ্গীর জোয়ারর্দারকে নিয়ে মোটরসাইকেল যোগে কেশবপুর থেকে নিজ বাড়ি বেতা গ্রামে যাচ্ছিলেন। অপর দিকে গোলাম মোস্তফা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কেশবপুরে আসার পথিমধ্যে আলতাপোল বুজতলা নামক স্থানে পৌঁছালে একটা ট্রাককে অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জাহাঙ্গীর জোয়ারর্দার (৪২) ও তাঁর ছেলে মোঃ মুস্তাইন হোসেন মারা যান। অপর চালক গোলাম মোস্তফা হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের সকলের বাড়ি একই গ্রামে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। সে কারণে লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৮৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ