পাটকেলঘাটায় এক ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১, ২০২৩ | আপডেট: ৬:০৬:অপরাহ্ণ, মে ১, ২০২৩ উদ্ধারকৃত লাশ ও ফাইল ছবি: ইউনুস আলী গাজী(৩৫)। ছবিটি ফেসবুক থেকে নেওয়া। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী থেকে ইউনুস আলী গাজী(৩৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ মে) সকালে খলিষখালী এলাকার জনৈক শিব সিংহের বাঁশ বাগান থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই ভ্যান চালক খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। নিহতের পিতা ইসলাম গাজী জানান, তার ছেলে ২০১৭ সাল থেকে মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে বহুবার চিকিৎসা করিয়েছি, কিন্তু ফলপ্রসূ হয়নি। এর পূর্বে দু’বার আত্মহত্যার চেষ্টা করে সে। গত শনিবার সকালে নিখোঁজ হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ছেলে। আজ সোমবার সকালে স্থানীয়রা ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় । খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। সে কারনে সে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেওয়ার হতে পারে। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৮৫৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু