দেবহাটায় ৭ হাজার কেজি অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম বিনষ্ট

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ১, ২০২৩ | আপডেট: ৫:৫৩:অপরাহ্ণ, মে ১, ২০২৩

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৭ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করে ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ মে) দুপুরে দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ট্রাকে চাকায় পিষে জব্দকৃত আমগুলো বিনষ্ট করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর দিনভর দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অপরিপক্ক রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম জব্দ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অস্বাধু ব্যবসায়ীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে একটি আমের ট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাকে ৩২৪ টি প্লাস্টিকের ক্যারেটে ৭টন রাসানিক মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানো আম জব্দ করে আজ দুপুরে দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে। তবে আমের প্রকৃত মালিক না থাকায় কাওকে সাজা দেওয়া সম্ভব হয়নি।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স