সাতক্ষীরায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ সাতক্ষীরা শহর থেকে নান্টু বেপারী নামের বরিশালের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে শহরের ইটাগাছা এলাকার একটি ফলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে সাতক্ষীরা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামী নান্টু বেপারী (২৮) বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামের নুরুল ইসলাম বেপারীর ছেলে। প্রেস রিলিজে বলা হয়, গত ২০১৫ সালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নান্টু বেপারীকে গ্রেপ্তার করে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। এঘটনায় আসামীর নান্টুর নামে বরিশালের বাবুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়। এ মামলায় মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বরিশালের বিজ্ঞ আদালত আসামী নান্টু বেপারীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকে আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো। প্রথমে প্রিন্স নামে ঢাকায় বিভিন্ন স্থানে অবস্থান করার পর স¤প্রতি সে আবারও নাম পরিবর্তন করে ইব্রাহিম নামে সাতক্ষীরায় ফল ব্যবসায়ী হিসেবে আত্মগোপন করেছিল। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার একটি ফলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। প্রেস রিলিজে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামীকে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা