সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ২ প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ | আপডেট: ১০:০৫:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩ সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ আফজাল হোসেন মানিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে। সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদরের কুশখালি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে মানিক বাঁশদহা থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এসময় বৃষ্টি নামলে মোটরসাইকেলের চাকা স্কিড করে দ্রুতগামী মাইক্রোবাসটির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই মানিক চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রাস্তা দিয়ে নিয়মিত ইটভাটার ট্রাক মাটি বহন করে থাকে। এসব মাটি ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে জমে যায় আর বর্ষা হলেই তার ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে যায়। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা