পাটকেলঘাটায় রাসায়নিক দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম জব্দ

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩ | আপডেট: ১:২৩:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩
সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ মোশানো আম বাজারজাত করার সময় ৪হাজার কেজি আম জব্দ করে পিষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(২৮ এপ্রিল) রাতে থানার কুমিরা এলাকা থেকে আমগুলো রাজধানী ঢাকায় বাজারজাত করার সময়  জব্দ করা হয়। পরে শনিবার(২৯ এপ্রিল)  সকালে  তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলি পিষ্ট করা হয় ।
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবির সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসায়নিক পদার্থ মিশিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল।  গতকাল রাতে  গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪হাজার কেজি আম জব্দ করে। আজ সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে সেগুলি পিষ্ট করা হয়।
 
তিনি আরো জানান,  নির্ধারিত সময়ের আগে আম ভাঙ্গা সহ কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্দেশ্য সতর্কবার্তা পৌঁছে দেন তিনি।
 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স