সাতক্ষীরা জেলা কারাগারে ৮ মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩ | আপডেট: ১:২৬:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

সাতক্ষীরা জেলা কারাগারে ৮ মাসের এক সাজাপ্রাপ্ত রবীন্দ্রনাথ দে নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত্য পরেশ নাথের ছেলে।  

সাতক্ষীরা কারাগারের জেলার মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে কয়েদী রবীন্দ্রনাথ দে তলপেটে ব্যাথা অনুভব করে। প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি রাখেন চিকিৎসকরা। রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, দুটি এনআই এ্যাক্টের  (চেক জালিয়াতি) মামলায় পৃথক আট মাসের সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন রবীন্দ্রনাথ। ২০২২ সালের ২ নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

 

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক