সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩
ছবি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪)

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকালে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪) ও কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম(৩৬) ।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান স্থানীয়দের বরাতে  জানান, বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। উঠানে আসামাত্রই নারকেলগাছে বজ্রপাত হলে নিচে থাকা আব্দুল্লাহ গুরুতর আহত হন। এরপর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

 

কিশোর ‍কুমার/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স