পাটকেলঘাটায় পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩ | আপডেট: ১:১৮:অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চপলা রানী দাশ(৯০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। সোমবার(২৪এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা কুমিরা গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। নিহতের ছেলে আনন্দ কুমার দাশ জানায়, সকাল ৯টার দিকে তার মা গোসল করতে পুকুরে যায়। গোসলের কোন এক সময় তার মা পুকুরের পানিতে ডুবে যায়। পরে প্রতিবেশিরা পুকুরে গোসল করতে গিয়ে মাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে মাকে মৃত ঘোষনা করেন। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পাটকেলঘাটায় ধানবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত, আহত ১৫