ভারতে পাচারকালে চারটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ | আপডেট: ১১:০০:পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চারটি স্বর্ণের বারসহ মো. ইমাম হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কাকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬ আরবি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। আটক ইমাম হোসেন কাকডাঙ্গা গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সোমবার রাত সাড়ে ৯ টায় এক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বালিয়াডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নগদ ৫০ হাজার টাকা ও একটি বাইসাইকেলসহ আটক করে। এসময় তার বাইসাইকেলের টায়ারের মধ্য থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম, মূল্য প্রায় ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮ টাকা।

আটক ইমাম হোসেনকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স