কালিগঞ্জে রডবোঝাই ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাজিমগঞ্জ-নূরনগর সড়কের আতাপুর নামক স্থানে ঘটেছে। নিহত কবির হোসেন (৪০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার নাজিমগঞ্জ বাজার থেকে ভাড়ায় চালিত রডভর্তি ইঞ্জিনভ্যান নিয়ে সে রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারগাঁতি মাজার গেট সংলগ্নে পৌছাইলে ইঞ্জিনভ্যানটির টায়ার পাংচার হয়ে সেটি রাস্তা পাশে উল্টে যায়। এ সময় রডবোঝাই ভ্যানের নিচে চাপা পড়েন চালক কবির হোসেন। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভ্যানের নিচ থেকে চালক কবির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জের কাকশিয়ালী নদী থেকে মরদেহ উদ্ধার কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ