কালিগঞ্জের কাকশিয়ালী নদী থেকে মরদেহ উদ্ধার প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ | আপডেট: ৮:২১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ সাতক্ষীরার কালিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেকে তিনঘন্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। ঘটনাটি কাকশিয়ালী নদীতে শনিবার ( ১৫ এপ্রিল) বেলা ১১ টায় ময়না ভাটা সংলগ্নে ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামের সন্তোষ হালদারের ছেলে। রাম প্রসাদ হালদার (৪০) প্রতি দিনের ন্যায় সকালে মাছ ধরতে যায় কাকশিয়ালী নদীতে। বেলা ১১ টার দিকে সে নিখোঁজ হয়। স্থানীয়রা খবরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা পৌছে জাল ও নিখোঁজ রামপ্রসাদ হালদারের উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সংবাদ দিলে বেলা ২ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। রামপ্রসাদ হালদার ১ মেয়ে ও ১ ছেলের জনক। নদীতে মাছ ধরে সে জীবিকা নির্বাহ করতো বলে জানাগেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৭০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে রডবোঝাই ইঞ্জিন ভ্যান উল্টে চালক নিহত কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ