সাতক্ষীরার টক আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ | আপডেট: ৯:১১:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ সাতক্ষীরা জেলার কাঁচা ও পাকা আমের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক আগে থেকে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন আমের আচার ও টক খাওয়া উপযোগি এমন কাঁচা টক আম বাজারে উঠতে শুরু করেছে। কৃষি বিভাগ জানান, সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম ভাঙ্গা ও আম ক্রয়-বিক্রয় করতে হবে। জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরা আম উৎপাদনের জন্য বিখ্যাত। এবছর আম চাষিরা কাঁচায় টক পাকলেও টক এমন নাম না জানা জাতের আম গুলি আচার ও টক খাওয়ার জন্য বিক্রি করছেন বাজারে। গেলো বছরে আগাম ঝড়-বৃষ্টিতে আম নষ্ট হয়ে যাওয়া চাষিরা আথিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টির প্রভাব বেশি না থাকায় আমের বাম্পের ফল হয়েছে। এবছর নাম না জানা কাঁচা টক আম বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছে আম চাষিরা। কাঁচা টক আম কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম ভাঙ্গা ও আম ক্রয় বিক্রয় করা হবে। এদিকে জেলা চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার বাজারে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তালা উপজেলার নগরঘাটার আম চাষি মোহাম্মদ তবিবুর রহমান ও জাকির হোসেন বলেন, এবছর নাম অজানা টক আম বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছে। সাতক্ষীরা শহরের বড় বাজারের মোহাম্মদ আব্দুল হাকিম গাজী বলেন, পাকাও টক কাচাও টক আম দিয়ে আচার ও টক খাওয়ার জন্য ব্যবহার হবে এমন জাতে আম ক্রয় বিক্রয় করা হচ্ছে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বাবু বলেন, বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগে ভালো জাতের আম বাজারে ঢুকতে পারবে না। তিনি আরও বলেন, আমরা সমিতির পক্ষ থেকে নজরদারী বাড়িয়েছি। যে আমগুলি বাজারে আসছে সে আমগুলি সব টক আম। এই আম দিয়ে আচার ও টক খাওয়ার জন্য ব্যবহার হয়। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম ভাঙ্গা হবে এবং আম ক্রয় বিক্রয় করা হবে। সাতক্ষীরা কৃষিস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমের জাত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আম পাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। নির্ধারিত সময়ের আগে কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ব আম পেড়ে বাজারজাত করতে পারবে না। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু