সুন্দরবনের সাপখালী খাল থেকে হরিনের মাথা ও ফাঁদসহ দুই চোরাশিকারী আটক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ | আপডেট: ২:০৮:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে হরিনের মাথা ও ফাঁদের দড়িসহ দুই চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে কোবাদক স্টেশনের আওতাদীন সাপখালী খালা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও একই গ্রামের কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন (৪০)। কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণশিকারের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত দুই চোরাশিকারীকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে হরিনের রান্না করা মাংস, চারটি পা, একটি মাথা ও এক বস্তা হরিণ ধরা ফাঁদের দড়ি জব্দ করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরে আলম জানান, আটককৃত চোরাশিকারীদের মুন্সিগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু সড়ক দূর্ঘটনায় পাটকেলঘাটার দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু