তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সম্প্রতি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের তরুন রায়ের পুত্র উজ্জল রায়ের সাথে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের অপ্রাপ্ত বয়স্ক (১৬) এক কিশোরীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে ঐ ছেলে ও তার অভিভাবকদের খবর দিলে তারা বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। এ সময় উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ঐ কিশোরীকে তার বাবা-মায়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের