ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ প্রতিকী ছবি খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সে পানিতে ডুবে মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল শাহিন শেখের ছেলে মোঃ জোবায়ের হোসেন শেখ(৩)। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জোবায়ের হোসেনের মা বাড়ির পাশে তাল গাছ থেকে তালের পাতা কাটছিলেন। এসময় শিশু জোবায়ের বাড়িতে খেলা করছিলেন। এক পর্যায়ে শিশুটি হাটতে হাটতে মায়ের কাছে যাওয়ার সময় সবার অগোচরে বাড়ির উঠান বরাবর একটি মৎস্য ঘেরের ক্যানেলে পানিতে পড়ে যায়। খোঁজাখোঁজির এক পর্যায়ে মৎস্য ঘেরের ক্যানেল থেকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শিশু জোবায়েরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংবাদটি পড়া হয়েছে ১০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ১২ বছরের শিশুর মৃত্যু ডুমুরিয়ার শোলমারী নদীতে পলি পড়ে সমতল ভুমিতে পরিণত