চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় চুকনগর কাপুড়িয়া পট্টি চাঁদনী চত্বরে মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ নির্মূল, চুরি, ছিনতাই, জুয়া ও অপমৃত্যু প্রতিরোধে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া থানা পুলিশ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া।
 
প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মুহসিন আল মুরাদ। বিশেষ অতিথি ছিলেন চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ও চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম। বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আটলিয়া বিট এর ইনচার্জ এস আই ফরিদুজ্জামান, ইউপি সদস্য রাশিদা বেগম, আলাউদ্দিন মালী, মনিরুল ইসলাম, ব্যবসায়ী মনিন্দ্রনাথ নন্দী প্রমুখ।               

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা