শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩ সাতক্ষীরার শ্যামনগরে মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার রমজাননগর এলাকার মজিদ গাজীর ঘের থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক বিল্লাল হোসেন একই এলাকার মৃত. আব্দুস সাত্তারের পুত্র। ভোরে ঘেরের কর্মচারী মাছুম মন্ডল ঘেরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশের পরিদর্শক সেলিম রেজা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের স্ত্রী আকলিমা খাতুন জানান, তার স্বামী বিল্লাহ হোসেন বৃহস্পতিবার রাতে খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সকালে লোক মুখে শুনতে পান তার স্বামীর মরদেহ মজিদ গাজীর ঘেরে পড়ে আছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে দাবি করে তিনি সুষ্ঠ তদন্তের দাবি জানান। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যা কি না সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তেরর পর বিস্তারিত জানা যাবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে হঠাৎ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি শ্যামনগরে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, মা সুমিতা দত্তসহ আটক ২