ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩
প্রতিকী ছবি
 
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামে বাবার বাড়ি থেকে মঙ্গলবার দুপুর ১২টায় গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রামের নব-বধু অর্পিতা মল্লিক(১৯)’র ওড়নায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ ও এলাকাবসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের পিন্টু মহলদারের মেয়ে অর্পিতার সঙ্গে গত বছর মে মাসে গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা গ্রামের অনিশ মল্লিকের সঙ্গে বিয়ে হয়। মাত্র ৮ মাসের সংসার জীবনের মাথায় মঙ্গলবার স্বামী অনিশ মল্লিককে সঙ্গে নিয়ে বাবা’র বাড়িতে নাম-যোগ্যানুষ্ঠানে যাওয়ার কথা ছিলো। কিন্তু অজ্ঞাত কারণে স্বামী তার সঙ্গে না যাওয়ায় অর্পিতা একা-একাই বাবার বাড়িতে চলে যায়। সেখানে পৌছে দুপুর ১২টায় বাবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণের মধ্যে বাড়ির লোকজন টের পেয়ে অর্পিতাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অন্য একটি সুত্রে জানা গেছে, বিয়ের ৮মাসের মাথায় স্বামীর ওপর অভিমান করে অর্পিতা আত্মহত্যা করেছে।
 
এ প্রসঙ্গে খুমেক হাসপাতালে দাড়িয়ে সংশ্লিষ্ট আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক অনাদি বিশ্বাস বলেন, ঘটনা দেখে ও বুঝে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা