ডুমুরিয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩ | আপডেট: ৫:৪১:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৮ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে শিশু সমাবেশ, আনন্দ র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
উপজেলা কলপ্লেক্স ভবন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক।
 
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইননে আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া, থানা ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস প্রমুখ।

আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা