ডুমুরিয়ায় ঋণের বোঝা সইতে না পেরে চা বিক্রেতার আত্নহত্যা প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩ ঋণের বোঝা সইতে না পেরে খুলনার ডুমুরিয়ায় এক চা বিক্রেতা গলায় গামছা পেঁচিয়ে আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতে তিনি নিজ দোকান ঘরের আড়ার সাথে গামছা দিয়ে আত্মহত্যা করে। সে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের দিঘলিয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস(২৫)। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তুষার বিশ্বাসের দিঘলিয়া বাজারে একটি চার দোকান আছে। সেই সুবাদে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে সুদে করে লোন নেয়। লোনের সুদ টানার কারণে সে ব্যবসায় ঘুরে দাঁড়াবে পারেনি। এসব বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি বিরাজ করছিল। যা তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়। এ কারণে বৃহস্পতিবার ভোর রাতে তিনি নিজ দোকান ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোটের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৯১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের