তালায় ৫ম শ্রেণীর ছাত্রী আখির রহস্যজনক মৃত্যু প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ | আপডেট: ৫:০৬:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২ সাতক্ষীরার তালায় আখি খাতুনের (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ তালা উপজেলা সুকদেবপুর গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করেছে। আখি সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি খাতুন ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পোস্ট মর্ডামের জন্য পাঠিয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে, তার হাতে একটা দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারনটি সঠিক ভাবে বলা যাচ্ছে না, পোস্ট মর্ডামের পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৩৫৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ৫১তম মহান বিজয় দিবস পালিত তালায় জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪২টি পরিবার