সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২ | আপডেট: ৫:২৮:অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২ সাতক্ষীরার শ্যামনগরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে যশোরে অবস্থিত সাতক্ষীরা কাউন্টারে তালা মেরে পরিবহন আটকে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে ঢাকাগামী দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে সমস্যা সমাধানে মালিক সমিতির বৈঠক চলছে বলে জানা গেছে। সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন জানান, শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে সোমবার দুপুরে শ্যামনগরে কিংফিসার নামক বাস ভাঙচুর করে শ্রমিকরা। এরই জের ধরে যশোরে অবস্থিত সাতক্ষীরা পরিবহনের কাউন্টারগুলো রাতে তালা মেরে পরিবহন আটকে দেয় সেখানকার মালিক-শ্রমিকরা। এর প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে তিনি আরো জানান। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৪৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা: কনের পিতাকে জরিমানা, পালিয়েছে বর! সাতক্ষীরায় শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার