শ্যামনগরে ট্রাক্টর খাদে পড়ে যুবক নিহত প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২২ | আপডেট: ৫:৪৬:অপরাহ্ণ, জুন ৯, ২০২২ সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টর খাদে পড়ে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জাদা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার বড় ছেলে। স্থানীয়রা জানান, নাজমুল নিজের ট্রাক্টর মাঝে মধ্যে নিজেই চালাতেন। সকালে তিনি ট্রাক্টর চালিয়ে তার বিকল হয়ে পড়া এক্সাভেটরটি উদ্ধার করতে যাচ্ছিলেন। পথে জাদা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর নিয়ে খাদে পড়ে যার তিনি। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে দীর্ঘ ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহানুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে মোটর সাইকেল ধাক্কায় নারী নিহত সুন্দরবন কালিন্দি নদী থেকে চারটি ভারতীয় গরু সহ ১২ বাংলাদেশী আটক করেছে বিজিবি