তালা বিশ্ব পরিবেশ দিবস পালিত প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২২ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, জুন ৫, ২০২২ তালায় বিশ্ব পরিবেশ দিবসে উন্নয়ন প্রচেষ্টার পক্ষ থেকে বৃক্ষ উপহার দিচ্ছেন ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস। ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে তালায় উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহোযোগিতায় বৃক্ষ রোপণ, বৃক্ষ উপহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এস. এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আরও বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলি, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস, এম, নাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ কর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কপোতাক্ষ নদের তীরে কেওড়া ও গোলপাতার বৃক্ষ রোপণ উদ্বোধন করেন। সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা