ডুমুরিয়ায় পানি ডুবে ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২২ | আপডেট: ১১:১০:পূর্বাহ্ণ, জুন ৪, ২০২২ প্রতিকী ছবি ডুমুরিয়ায় পানিতে ডুবে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহাজান হোসেন চন্টা( ৫৫)। নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চুকনগর বাজারে কাঁচা তরিতরকারীর ব্যবসায়ী করতেন। প্রতিদিনের ন্যায় দোকানের বেচা কেনা শেষ করে রাত আনুমানিক ২টার দিকে বাড়ি আসেন। এরপর খাওয়া দাওয়া করার জন্য বাড়ির পাশে পুকুরে হাত পা ধুতে গিয়ে দীর্ঘদিনের মৃগীরোগ শুরু হয়। এসময় তিনি পানিতে ডুবে গিয়ে মারা যান। ওই দিন বাড়িতে কেউ ছিলো না। সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তিনি মা, দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শুক্রবার দুপুরে তার নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ১২ বছরের শিশুর মৃত্যু ডুমুরিয়ার শোলমারী নদীতে পলি পড়ে সমতল ভুমিতে পরিণত