সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকানের কর্মচারী নিহত প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২২ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, মে ৩০, ২০২২ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহতের নাম মোঃ রেজাউল করিম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ছটার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান। এ সময় মোটরের লিকেস তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রেজাউল করিম। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার