সাতক্ষীরায় পিস্তলসহ স্বামী পরিত্যক্তা নারীকে গ্রেফতার করেছে পুলিশ প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ৩০, ২০২২ | আপডেট: ৫:৩১:অপরাহ্ণ, মে ৩০, ২০২২ পুলিশ একটি পিস্তলসহ ফরিদা খাতুন (৪২) নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোর তিনটার দিকে সাতক্ষীরা সদরের আবাদের হাটখোলা নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটের ফজর আলী মিস্ত্রীর মেয়ে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলে ফারুককে নিয়ে আবাদের হাটখোলায় ভাই মুনসুরের হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে ফরিদার ভাই বাঘ মোস্তফা ২০১৩-১৪ সালে জামায়াতের রাজনীতি করার কারণে অস্ত্র ব্যবহার করতো। পরবর্তীতে সে নিজেকে বাঁচাতে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়ে ২০১৬ সালে এলাকায় তান্ডব চালায়। বর্তমানে সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবীর জানান, বসতঘরের খাটের নীচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোর তিনটার দিকে উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের হাটখোলায় ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নীচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফরিদাকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানায় যে, তার ঘর থেকে উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘ মোস্তফা তার খাটের নীচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়। ওসি আরো জানান, অস্ত্রসহ ফরিদা খাতুনকে গ্রেপ্তারের ঘটনায় উপ-পরিদর্শক আরিফ হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবেন। ফরিদাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরার পৌরসভার ব্যাংক লেনদেন সচল রাখার দাবীতে অবরোধ কর্মসুচি সাতক্ষীরায় এক যাত্রী নিহতের ঘটনায় ঘাতক ভ্যানচালক গ্রেপ্তার