সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গায় বজ্রপাতে ১জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪জন আহত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২ | আপডেট: ১১:১৮:পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২

সাতক্ষীরার সদর উপজেলার খেজুরডাঙ্গায় বজ্রপাতে ১জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪জন আহত হয়েছেন। নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রোববার (২৯ মে) সকাল ৮টার দিকে ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫),মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ(৪০),জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার হুমায়ুন কবির।

 

সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাড়িয়েছিলাম। এসময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা ৪জন আহত হই।

 

সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচাজ (ওসি) গোলাম কবির জানান,বজ্রপাতে হতাহতের বিষয়টি শুনেছি।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স