সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ২২, ২০২২ | আপডেট: ৪:২২:অপরাহ্ণ, মে ২২, ২০২২ ফাইল ছবি: মৌয়াল কাউসার গাইন (২৭) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সুন্দরবনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাউসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। রোববার (২২ মে) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা নুরু আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, বৈধ পাস নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের মধু আহরণে যান কাউসার শনিবার নোটাবেকি খাল এলাকায় মধু আহরন করার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন। তবে এখনও তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা নুরু আলম জানান, আমরা শুনেছি কাওছার নামের এক মৌয়াল ইন্ডিয়ার পারে মধু আহারণ করতে গিয়ে বাঘের আক্রমণে শনিবার বিকালে নিহত হয়েছে। তবে তার লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ভোমরা স্থলবন্দরে মজুতকৃত পেঁয়াজের গুদামে অভিযান, তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড