সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ঈদের নামাজ আদায় প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ২, ২০২২ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, মে ২, ২০২২ সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউখোলা, তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া, খলিলনগর এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে । সোমবার (০২ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৬০-৭০ জন মুসুল্লি। বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি আমরা অন্য অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি। পাইকগাছা থেকে ঈদের নামাজ নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান, আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি, অন্য দেশে আজ ঈদ পালন করছে খবর পেয়ে। প্রতিবছর অন্য অন্য দেশের সাথে মিল রেখে ঈদ পালন করি আমরা। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ভোমরা স্থলবন্দরে মজুতকৃত পেঁয়াজের গুদামে অভিযান, তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড