পবিত্র ঈদ উল ফিতর উৎযাপন উপলক্ষ্যে টানা ৮ দিন ছুটির কবলে ভোমরা স্থলবন্দর প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ | আপডেট: ১২:৩৬:অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৮দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে ছুটি শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। দীর্ঘ ৮দিন বন্ধ থাকায় গড়ে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত থাকবে। ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে আমদানি-রপ্তানিকার্যক্রম বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দরে। আগামী সপ্তাহের পুরো ৮দিনই বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।৭মে শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবার ও যথারীতি শুরু হবে বলে জানান তিনি। ভোমরা শুল্ক বিভাগের সহকারি কমিশনার আমীর মামুন জানান, ০৫ মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন খান জানান, শুধুমাত্র পাসপোর্ট যাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন বিভাগ ঈদের দিনসহ পুরা ৮দিনই খোলা থাকবে আর যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা থাকার কথা রয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু