তালায় শিশু কন্যাকে বাঁচাতে বিত্তবানদের দ্বারে অসহায় পিতা প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২ | আপডেট: ৩:০৬:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২ ছবি: তাসনিম খাতুন। তালায় একমাত্র শিশু সন্তানের হার্টে ছিদ্রজনিত রোগ ধরা পড়ায় বিপাকে পড়েছেন অসহায় পিতা মাছুম বিল্লাহ। নিরুপায় হয়ে সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তিনি । মাছুম বিল্লাহ তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামের বাসিন্দা। মাছুম বিল্লাহ জানান, তাদের একমাত্র মেয়ে প্রায় দেড় বছর বয়সী তাসনিম খাতুন। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অন্তে জানিতে পারি তার হার্ট ছিদ্র হয়ে গেছে। বর্তমান সে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর উচ্চ রক্তচাপ,ডায়বেটিস, হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ মাগফুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা করাতে প্রয়োজন ৪ থেকে ৫ লক্ষ টাকা। কিন্তু এতটাকা যোগাড় করা হতদরিদ্র মাছুম বিল্লাহ’র পক্ষে সম্ভব না। নিরুপায় হয়ে তিনি একমাত্র কন্যার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্যের জন্য তিনি মোবাইল নং: ০১৯১২-৩৯২৭৪৭(বিকাশসহ) যোগাযোগ করতে অনুরোধ করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় বাল্যবিবাহে নিষেধাজ্ঞা: কনের পিতাকে জরিমানা, পালিয়েছে বর! তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু