তালায় প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ | আপডেট: ৭:০৪:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ সাতক্ষীরার তালায় রসুল গাজী নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ঘোষপাড়ার একটি পুকুর থেকে পুলিশ তার মহদেহটি উদ্ধার করে। শিশু রসুল গাজী (১০) উপজেলার রহিমাবাদ গ্রামের হালিম গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পাওয়ার জন্য অনেক জায়গায় মাইকিং করা হয়। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো এ ঘটনায় তদন্ত পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা