সাতক্ষীরায় আইটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২ | আপডেট: ৫:০৬:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২
প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা ওয়ার্কিং আইটি সলিউশন এন্ড ইন্সটিটিউট’র সভাপতি ও বি.টি.ভি’র সাতক্ষীরা প্রতিনিধি মো. মোজাফ্ফর রহমান।
সাতক্ষীরায় ওয়ার্কিং আইটি সলিউশন এন্ড ইন্সটিটিউটের উদ্দ্যোগে ফ্রিল্যান্সিং এর ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২০ মার্চ) সকালে নারকেল তলা মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
 
ওয়ার্কিং আইটি সলিউশন এন্ড ইন্সটিটিউট এর সহকারী পরিচালক(প্রশাসন) মো. ওবায়দুল্লাহ শাহিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সভাপতি ও বি.টি.ভি’র সাতক্ষীরা প্রতিনিধি মো. মোজাফ্ফর রহমান।
 
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির আইটি বিভাগের পরিচালক মো. গোলাম মোস্তফা রনি।
 
সোহাগ মাল্টিমিডিয়া এ্যান্ড ট্রাভেলস
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইটি প্রশিক্ষক নাজমুল হুদা, পাবনার আর.এম আইটির পরিচালক শেখ মেহেদী হাসান, ডিজিটাল আইটি যশোর শাখার ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম, মনিরামপুর আইটি টেকনোলজি ব্যবস্থাপনা পরিচালক রাসেল হোসেন,  জসিম উদ্দিন, তানিয়া খাতুন, আল মামুন প্রমুখ।
 
 
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ নতুন উদ্যোক্তা তৈরি করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ও প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নের জন্য  ওয়ার্কিং আইটি সলিউশন এন্ড ইন্সটিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স