সাতক্ষীরায় কার্ডধারি স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২ | আপডেট: ৩:০০:অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২ সাতক্ষীরায় পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সরকারি স্কুল মাঠে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির জানান, জেলায় মোট ৭৩,৭৯৭ জন কার্ডধারি এ সুবিধা পাবেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে এলএসডি ও হিরোইনসহ সাবেক এক ইউপি সদস্য আটক পাটকেলঘাটায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু