সাতক্ষীরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে জন্ম বার্ষিকী পালিত প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ | আপডেট: ১১:৪১:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে । বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির । পরে পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণ করেন । এ ছাড়া জেলা মহিলা আওয়ামলীগ, যুবলীগসহ সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু দিবসের আলোচনা, পুরুস্কার বিতরন ও কেক কাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরা কারাগারে নারী নির্যাতন মামলার আসামীর মৃত্যু সাতক্ষীরায় দেশী তৈরি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ