সাতক্ষীরায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে ৭ই মার্চের কর্মসূচি পালিত প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ | আপডেট: ১:৫০:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণ করছেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির । সাতক্ষীরায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চের বিভিন্ন কর্ম সূচি পালিত হয়েছে । সোমবার(৭ মার্চ) সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির । পরে পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামলীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণ করেন । এ ছাড়া জেলা মহিলা আওয়ামলীগ, যুবলীগসহ সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণ করেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা