ডুমুরিয়ায় ঔষধ ফার্মেসীতে আগুন লেগে ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ ডুমুরিয়ার মাদারতলা বাজারে কাব্য মেডিকেল হল নামে কৃষ্ণ দাশ মল্লিকের ঔষধ ফার্মেসীতে আগুন লেগেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দোকান বন্ধ থাকার কারণে প্রাথমিক পর্যায়ে আগুন লাগার বিষয়টি বুঝতে না পারায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। অল্পক্ষণের মধ্যে পুরো দোকানের আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে বাজারের লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আর একটি দোকান পুড়তে শুরু করে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসে। রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় পিতার বাড়িতে নব-বধুর ঝুলন্ত লাশ উদ্ধার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার ভূমিহীন ৮০৫টি পরিবারের