সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত-২, আহত-১০ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ | আপডেট: ৭:০০:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২ সাতক্ষীরা-যশোর সড়কের সদর উপজেলার তুজুলপুরে গাছের সাথে ধাক্কা লেগে একজন পরিবহন যাত্রী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন স্কুল শিক্ষিকা রীতা রানী। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৫ র্মাচ) দুপুরে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল স্বপ্নীল পরিবহনের একটি বাস। দ্রুতগামী বাসটি সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর এলাকায় বিপরীতগামী একটি ইঞ্জিনভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় ও কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। চালক ইব্রাহিম হোসেন পালিয়ে যায়। আহত যাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান পৌরসভার রইচপুর এলাকার মাহবুবুর রহমান বাবু (৩৫)। তিনি ঘের ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এঘটনায় অন্যান্য আহতরা হলেন, ইঞ্জিনভ্যান চালক সদর উপজেলার সুপারীঘাটা গ্রামের কার্তিক দাস (২৮),আশাশুনির প্রতাপনগরের শামীম হোসেন (২৯),সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার খোকন সরদারের ছেলে সোলাইমান হোসেন (২৫), সাতক্ষীরা পৌরসভার রইচপুর এলাকার রজব আলীর ছেলে ফারুক রহমানসহ কমপক্ষে ২০ জন। এঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি। অপরদিকে,শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, সকালে স্কুল শিক্ষক রীতা রানী সাপের দুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। শনিবার তিনি তার স্বামী দেবনাথ রপ্তানের মোটরসাইকেলে বড়কুপট গ্রাম থেকে শ্যামনগর-আটুলিয়া সড়কে স্কুলে আসছিলেন। পথিমধ্যে আটুলিয়া এলাকায় তার ব্যবহৃত ওড়না মোটরসাইকেলের চাকায় পেচিয়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা রিতা রানীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় একটি ইউডি মামলা নিয়ে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি: দুটি কারখানাকে জরিমানা সাতক্ষীরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান: সিলগালা