তালায় এজাহার নামীয়সহ গ্রেফতার ৫ জন প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ৬:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২ সাতক্ষীরা তালায় এজাহার নামীয় ৩ জন আসামী ও ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো এজাহার নামীয় আসামী জেয়ালানলতা গ্রামের মৃত ইউনুচ নিকারী ছেলে মুছা নিকারী (৪২), ইনছার নিকারী ছেলে রুহুল আমিন নিকারী (৪৩), মৃত নূর আলী নিকারী ছেলে মোঃ সামাদ নিকারী (৫০) ও গাঁজাসহ গ্রেফতার আসামী রহিমাবাদ গ্রামের শাহাজাহান গাজী ছেলে ফুরকান গাজী (২২), হযরত গাজী, ছেলে মেহেরান হাসান রবি (১৯)। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের কিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের তিন জন বিরুদ্ধে এজাহার নামীয় মামলা নং-১৪ (০২)২২ এবং দুইজন বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় তালা থানায় মামলা হয়েছে। শরিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা