তালায় আমবাগান থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ সাতক্ষীরার তালায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি ) সকালে মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে পিতার বাড়িতে থাকতেন। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনকে বাড়ির পাশের এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ’র সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়া’র কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যাক্তা হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইংরেজি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু তালায় সীমানা পিলারসহ আটক ৩, থানায় মামলা দায়ের