সাতক্ষীরায় সুন্দরবন দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

‘ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি’ স্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড় শহীদ স.ম.আলাউদ্দিন চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এসময় বক্তারা ১৪ ফেব্রুয়ারি সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোনো কর্মকান্ড থেকে সরে আসার আহ্বানও জানান সেচ্ছাসেবীরা।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স