শ্যামনগরের কৈখালী ইউপির চেয়ারম্যান গ্রেফতার আব্দুর রহিম প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২ ছবি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে সকালে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানান, শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে। তবে, স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ তার পরিবারের সদস্যদের দাবি, গ্রেফতারের সময় আব্দুর রহিমকে রাস্তার ওপর ফেলে বেপরোয়া মারপিট করা হয়। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ৪টি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তিনি ছয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন শ্যামনগরে মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার শ্যামনগরে হঠাৎ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি