পাটকেলঘাটায় চোরাই ভ্যান উদ্ধার, আটক- ৪ প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২ | আপডেট: ৯:০২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২ সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মটর ভ্যান সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জেলার দেবহাটা থানার সখিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাটকেলঘাটা থানার ভারসা গ্রাম থেকে চুরি হয়ে যাওয়া মটর ভ্যানটি উদ্ধার করা হয়। আটককৃতরা হল: সদর উপজেলার সাতানী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আতাউর রহমান রানা, পাটকেলঘাটা থানার আচিমতলা গ্রামের হাসেম শেখের ছেলে ইমরান শেখ, চৌগাছা গ্রামের শেখ মহিবুল ইসলামের ছেলে শেখ মিজান এবং ওভার ব্রিজ এলাকার মফিজুল গাজীর ছেলে সুমন গাজী। পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত, আহত দুই পাটকেলঘাটায় রমজানের পবিত্রতা রক্ষায় র্যালী