ডুমুরিয়ায় মহাসড়কে বাকের কারণে ঝরল আরেকটি প্রাণ প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ ডুমুরিয়ায় মহাসড়কের বাকে কেড়ে নিল আরেকটি প্রাণ। সোমবার বিকাল ৩ টার দিকে চুকনগর- খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের মৃত আব্দুল মোমিনের পুত্র তৌফিক হাসান সোহেল(৩৫) খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৬) মুখোমুখি সংঘর্ষে ( বাকের কারণে একে অপরকে দেখতে না পারায়) ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এরির্পোট লেখা পর্যন্ত লাশ ও বাসটি থানা পুলিশের নিয়ন্ত্রণে ছিল। সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় বিদ্যুতায়িত হয়ে ১২ বছরের শিশুর মৃত্যু ডুমুরিয়ার শোলমারী নদীতে পলি পড়ে সমতল ভুমিতে পরিণত